১০ দফা দাবিতে দেশব্যাপী বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশের বিভিন্নস্থানে মানববন্ধন করেছে বিএনপি। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দমন-নিপীড়নের প্রতিবাদে, বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে দেশের সবকটি মহানগর ও জেলা শহরে এই মানববন্ধনের আয়োজন করে দলটি। আজ শনিবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের সদর উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশ নেয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মুন্সীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক মো. মজিবর দেওয়ান।
গাজীপুর : গাজীপুরের রাজবাড়ি সড়কে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এমএ জেড জাহিদ হোসেন।
সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা রেলগেইট এলাকায় আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় তিনি আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমালোচনা করেন।
মাগুরা : মাগুরার ইসলামপুরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদসহ অন্যান্যরা।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এসময় তিনি আওয়ামী লীগকে নতুন জীবন দেওয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কাছে দলটির কৃতজ্ঞ থাকা উচিত বলেও মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
কক্সবাজার : কক্সবাজারে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
মেহেরপুর : মেহেরপুরের কাথুলী সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল।
মানিকগঞ্জ : মনিকগঞ্জে শহরের বেউথা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করায় জনগণের সর্মথন হারিয়েছে। হারবে বলেই সুষ্ঠু নির্বাচনকে ভয় পাচ্ছে শেখ হাসিনার সরকার বলেও দাবি করেন তিনি।
ফেনী : ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বক্তব্য রাখেন। এসময় অন্যান্য বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানান।