১৭ বছর কবিরাজ সেজে পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
২০০৫-এ ঘটা বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হেমায়েত। তিনি নিজেকে আড়াল রাখতে ১৭ বছর যাবৎ দেশে ও পার্শ্ববর্তী দেশে কবিরাজের ছদ্মবেশে পলাতক ছিলেন। গতকাল বুধবার হেমায়েতকে রাজধানীর কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। আ ন ম ইমরান খান বলেন, ‘হেমায়েত নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচাতে কবিরাজের বেশ ধরেন৷ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে বলে জানান আ ন ম ইমরান খান।