১৮০ গ্রাম হেরোইন বহনের দায়ে দুই নারীর যাবজ্জীবন
১৮০ গ্রাম হেরোইন বহনের দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এই রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি মো. মাহবুবর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত দুই নারী হলেন- মোসা. হেলেনা আক্তার ও মোছা. আফিয়া বেগম।
মাহবুবর রহমান বলেন, বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। রায় শেষে বিচারক তাঁদের সাজার পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে দুই নারী উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ‘এফডিসি রোডের সামনে’ দুই নারীর কাছ থেকে দুটি কাগজে মোড়ানো ৬০ গ্রাম ও ১২০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগপত্র দাখিল করে তেজগাঁও থানা পুলিশ। দীর্ঘদিন শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।