২০ হাজার পিস ইয়াবা রাখার অভিযোগ দুজনকে যাবজ্জীবন
বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাখার অভিযোগে মো. লালন আলী ও মো. আফতাব নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর ৫ম অতিরিক্ত দায়রা জজ ফাতেমা ফেরদৌস আজ বুধবার এ রায় দেন। রায়ে অপর আসামি রনি মোল্লাকে খালাস দেয়া হয়েছে। তিন আসামি পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে ৭ মার্চ রাজধানীর সূত্রাপুর থানার বাহাদুর শাহ পার্ক এলাকায় তিন জনকে ২০ হাজার পিস ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন আসামিকে অভিযুক্ত করে গত ৬ এপ্রিল ২০২১ সালে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। যুক্তিতর্কের পর থেকে পলাতক হয়ে যান তারা। দীর্ঘদিন শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।