২৪ ঘণ্টায় কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত, দেখে নিন
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ৬৭৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আট লাখ ১০ হাজার ৯৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৬১ জনের ও রাজশাহী বিভাগে ৫০২ জনের। তবে ঢাকা বিভাগে করোনা শনাক্তের হার সবচেয়ে কম, ৬ দশমিক ০৫ শতাংশ।
সবচেয়ে বেশি করোনা শনাক্তের হার রাজশাহী বিভাগে, ২৫ দশমিক ১৯ শতাংশ। এরপর রংপুর বিভাগে ২৩ দশমিক ৬৬ শতাংশ, খুলনা বিভাগে ২১ দশমিক ৬৭ শতাংশ, সিলেট বিভাগে ১৩ দশমিক ৮৯ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১২ দশমিক ৩৮ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৮ দশমিক ৬৯ শতাংশ ও বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৫৮ শতাংশ।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কোন বিভাগের কোন জেলায় নতুন কতজন করোনায় আক্রান্ত হয়েছে, তা এনটিভি অনলাইনের পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো:
ঢাকা বিভাগ : ঢাকা জেলা ও মহানগরে মোট আট হাজার ২৬০টি নমুনার মধ্যে ৪৭৩ জন, ফরিদপুরে ১৯০টির মধ্যে ১৪ জন, গাজীপুরে ৪৩টির মধ্যে ১০ জন, গোপালগঞ্জে ৩১টির মধ্যে সাতজন, কিশোরগঞ্জে ১১৩টির মধ্যে তিনজন, মাদারীপুরে ১৫২টির মধ্যে ১৫ জন, মানিকগঞ্জে ৫৯টির মধ্যে পাঁচজন, মুন্সীগঞ্জে ৮৯টির মধ্যে পাঁচজন, নারায়ণগঞ্জে ১৮৫টির মধ্যে ছয়জন, রাজবাড়ীতে ৯৯টির মধ্যে ১৫ জন, শরীয়তপুরে ২৫টির মধ্যে দুইজন এবং টাঙ্গাইলে ২৩টির মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে। নরসিংদী জেলার কোনো পরিসংখ্যান দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা বিভাগে করোনা শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ।
ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ জেলায় ২২১টি নমুনার মধ্যে ২০ জন, নেত্রকোনায় ৬৩টির মধ্যে ১১ জন, জামালপুরে ৩৯টির মধ্যে ছয়জন ও শেরপুরে ৭৩টির মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ।
চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম জেলায় ৭৪৬টি নমুনার মধ্যে ৭২ জন, কক্সবাজারে ৩৯১টির মধ্যে ৫৮ জন, বান্দরবানে সাতটির মধ্যে একজন, রাঙামাটিতে ৭০টির মধ্যে শূন্য, খাগড়াছড়িতে ৫৪টির মধ্যে একজন, ফেনীতে ১০৩টির মধ্যে শূন্য, নোয়াখালীতে ৭১টির মধ্যে তিনজন, চাঁদপুরে ৩৮টির মধ্যে চারজন, কুমিল্লায় ১৮৬টির মধ্যে ১৬ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ২২১টির মধ্যে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুর জেলার কোনো পরিসংখ্যান দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৬৯ শতাংশ।
রাজশাহী বিভাগ : রাজশাহী জেলায় ৫৫৫টির মধ্যে ২২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৪৯টির মধ্যে ১৪২ জন, নাটোরে ৬৬টির মধ্যে ২১ জন, নওগাঁয় ৯০টির মধ্যে ২০ জন, পাবনায় ৫৯৯টির মধ্যে ১৫ জন, সিরাজগঞ্জে ৪৩টির মধ্যে চারজন, বগুড়ায় ১৫৫টির মধ্যে ২৬ জন ও জয়পুরহাটে ১৩৬টির মধ্যে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ১৯ শতাংশ।
রংপুর বিভাগ : রংপুর জেলায় ১১২টি নমুনার মধ্যে ১৫ জন, পঞ্চগড়ে সাতটির মধ্যে শূন্য, নীলফামারীতে ১৯টির মধ্যে একজন, লালমনিরহাটে ৩৩টির মধ্যে সাতজন, কুড়িগ্রামে ২০টির মধ্যে নয়জন, ঠাকুরগাঁওয়ে ২৭টির মধ্যে ১৭ জন, দিনাজপুরে ১৫০টির মধ্যে ৪০ জন, গাইবান্ধায় ২৫টির মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৬৬ শতাংশ।
খুলনা বিভাগ : বাগেরহাট জেলায় ১৫৪টি নমুনার মধ্যে ৫৭ জন, চুয়াডাঙ্গায় ১২টির মধ্যে চারজন, যশোরে ১০০টির মধ্যে ৪৬ জন, ঝিনাইদহে ৭৫টির মধ্যে ২৪ জন, খুলনায় ৪৭৪টির মধ্যে ৭৬ জন, কুষ্টিয়ায় ১৮৩টির মধ্যে ১৫ জন, মাগুরায় ৬৯টির মধ্যে একজন, মেহেরপুরে ৪০টির মধ্যে ১৩ জন, নড়াইলে ১০টি নমুনার বিপরীতে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এখানে সাতক্ষীরা জেলার কোনো পরিসংখ্যান দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। খুলনা বিভাগে করোনা শনাক্তের হার ২১ দশমিক ৬৭ শতাংশ।
বরিশাল বিভাগ : বরিশাল জেলায় ২২টি নমুনার মধ্যে দুইজন, পটুয়াখালীতে ৮৭টির মধ্যে দুইজন, ভোলায় ৪৮টির মধ্যে দুইজন, পিরোজপুরে ১১টির মধ্যে আটজন, বরগুনায় ২৯টির মধ্যে শূন্য, ঝালকাঠিতে একটি নমুনার বিপরীতে একটিই শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৫৮ শতাংশ।
সিলেট বিভাগ : সিলেট জেলায় ২০৪টি নমুনার মধ্যে ২৬ জন, সুনামগঞ্জে ৩৬টির মধ্যে চারজন, হবিগঞ্জে ৪৬টির মধ্যে আটজন ও মৌলভীবাজারে ৭৪টির মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ।