২৪ ঘণ্টায় তিন বিভাগে সর্বাধিক মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯৭৬ জনে দাঁড়িয়েছে। নতুন মৃত্যদের মধ্যে তিন বিভাগে সর্বাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ২৭ জন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে চারজন মৃত্যুবরণ করেছে।
ঢাকা বিভাগে ২৫ জন মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা জেলায় ১২ জন, ফরিদপুরে দুজন, গোপালগঞ্জে চারজন, মাদারীপুরে দুজন, মানিকগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, নারায়ণগঞ্জে দুজন ও টাঙ্গাইলে একজন রয়েছে।
চট্টগ্রাম বিভাগে ২৩ জন মৃত্যুবরণকারীদের মধ্যে চট্টগ্রাম জেলায় ছয়জন, কক্সবাজার জেলায় একজন, ফেনী জেলায় দুজন, নোয়াখালী জেলায় ছয়জন, লক্ষ্মীপুর জেলায় একজন, চাঁদপুর জেলায় দুজন, কুমিল্লা জেলায় পাঁচজন মৃত্যুবরণ করেছে।
ময়মনসিংহ বিভাগের চারজনের মধ্যে নেত্রকোনা ও জামালপুরের রয়েছে দুইজন করে।
রাজশাহী বিভাগে ১৬ জনের মধ্যে রাজশাহী জেলায় সাতজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন, নওগাঁ জেলায় দুজন, পাবনা জেলায় একজন, বগুড়া জেলায় দুজন ও জয়পুরহাটে দুজন রয়েছে।
রংপুর বিভাগে ১০ জনের মধ্যে পঞ্চগড়ে দুজন, লালমনিরহাটে একজন ও ঠাকুরগাঁওতে চারজন ও দিনাজপুরে তিনজন রয়েছে।
খুলনা বিভাগে ২৭ জনের মধ্যে বাগেরহাট, চুয়াডাঙ্গা, সাতক্ষীরায় ও মেহেরপুরে একজন করে, যশোরে ছয়জন, ঝিনাইদহে দুজন, কুষ্টিয়ায় ১০ জন রয়েছে।
সিলেট বিভাগে তিনজন মৃত্যুবরণকারীদের মধ্যে সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুজন রয়েছে।
এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ ৭৮ হাজার ৮০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৯৭ হাজার ৫৫৯ জন করোনা থেকে সুস্থ হয়েছে।