২৫ জুন হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদের জনসভা : চিফ হুইপ
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জনসভাস্থল পরিদর্শন শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, এই জনসভা হবে ৭ মার্চের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জনসভা। এই জনসভা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদের জনসভা। এই জনসভা মর্যাদার জনসভা। এই জনসভা নতুন প্রজন্মের কাছে অহংকারের জনসভা।
শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন একথা বলেন। তার আগে আজ বুধবার বিকেল ৪টার দিকে তিনি এ জনসভাস্থল পরিদর্শন করেন।
জনসভাস্থল পরিদর্শনকালে চিফ হুইপের সঙ্গে ছিলেন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য নাঈম রাজ্জাক।
জনসভাস্থল পরিদর্শন শেষে তারা শিবচর উপজেলা নূর-ই আলম চৌধুরী অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তারা স্বেচ্ছাসেবকদের করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর মাওয়া প্রান্তে আগামী ২৫ জুন সকাল ১০টায় সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাজিরা প্রান্তে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে হবে সবার জন্য উন্মুক্ত জনসভা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভা যেন নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে কাজ করছে পুলিশসহ বিভিন্ন বাহিনী ও স্বেচ্ছাসেবীরা।