৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
৪০তম বিসিএসে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। পরের বছর ৩ মে হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, যদিও আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন।
২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে পাস করেন ২০ হাজার ২৭৭ জন।
করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনার মধ্যে ২০২১ সালের ২৭ জানুয়ারি ফল প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার। প্রিলিতে উত্তীর্ণ প্রায় অর্ধেক চাকরিপ্রত্যাশী বাদ পড়ে যান। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন। পরে করোনার কারণে মৌখিক পরীক্ষা পেছায়। নানা সময় এ পরীক্ষা নেওয়া হয় কয়েক ধাপে।