৪০ হাজার কোটি টাকার টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার প্রতিষেধক হিসেবে দেশের মানুষকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার কোটি টাকার টিকা দেওয়া হয়েছে। এতে দেশের ৭৫ শতাংশ মানুষ সরকারের টিকা কর্মসূচির আওতায় এসেছে।’
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ সোসাইট অব মেডিসিনের বৈজ্ঞানিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘এখন পর্যন্ত আমরা মানুষকে ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। যাঁরা দুই ডোজ টিকা পেয়েছেন, তাঁদের অধিকাংশই বুস্টার ডোজ পাবেন। আমাদের টিকার কোনো ঘাটতি নেই। এখনো আমাদের হাতে ৮ কোটি ডোজের বেশি টিকা রয়েছে।’
টিকার আর্থিক মূল্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি টাকার টিকা কিনে এনেছি। এ ছাড়াও আট থেকে নয় কোটি ডোজ টিকা উপহার বা অনুদান হিসেবে পেয়েছি। সব মিলিয়ে আমরা প্রায় ৪০ হাজার কোটি টাকার টিকা দেশের মানুষকে দিতে পেরেছি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে এক সময় আইসিইউ, ল্যাব ও অক্সিজেন ছিল না। এগুলো এখন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। করোনায় আমাদের দেশে মৃত্যুহার কম। তবুও ২৯ হাজার মৃত্যু আমাদের জন্য একটি বড় সংখ্যা। আমরা তুলনামূলকভাবে এগুলো আরও কমানোর চেষ্টা করছি।’
জাহিদ মালেক বলেন, ‘গত পাঁচ বছরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এক হাজার ২০০ শিক্ষার্থী আসন বাড়ানো হয়েছে। দেশে হাসপাতাল তৈরি হলে সেখানে চিকিৎসকদের কর্মসংস্থান হবে, মানুষ চিকিৎসা পাবে। এজন্য প্রতিটি বিভাগীয় শহরে প্রয়োজনীয় ভিন্ন ভিন্ন হাসপাতাল তৈরি করা হচ্ছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।