৪৩তম বিসিএস প্রিলিমিনারি : শ্রুতিলেখকের জন্য আবেদন আহ্বান
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য শ্রুতিলেখকের প্রয়োজন হলে প্রার্থীদের আবেদন করতে হবে। যাদের শ্রুতিলেখকের প্রয়োজন হবে, তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এ আবেদন করতে হবে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার জন্য শ্রুতিলেখক পেতে প্রার্থীদের আবেদন করার এ আহ্বান জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকের আবেদনে অনলাইন আবেদনপত্রের (বিপিএসসি ফরম ১) কপি এবং প্রবেশপত্র জমা দিতে হবে। প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি জমা দিতে হবে। শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।