৫০ বছর চুরির অভিজ্ঞতা ৬৭ বছরের জব্বার মোল্লার
জব্বার মোল্লার বয়স ৬৭ বছর। চুরি করেন অন্তত ৫০ বছর ধরে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবহার করেন তাঁর চুরিবিদ্যা। এর মধ্যে প্রথম ২৭ বছর ছোটখাট চুরি করলেও গত ২৩ বছর ধরে বাসার-বাড়ির দরজা জানালা ভেঙে করছেন বড় ধরনের চুরি।
আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদের দাবি, একটি চোরচক্র, যার সর্দার জব্বার মোল্লা। চুরির কাজে ধারণ করতেন ছদ্মবেশ। তাঁর চক্রে রয়েছে অন্য সদস্যরাও।
সংবাদ সম্মেলনে বলা হয়, চুরির আগের দিন তারা রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে সুবিধামতো একটি বাসা ঠিক করতেন। দরজা লক করা বাসা তাঁরা টার্গেট করতেন। পরে সেই বাসায় বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র দিয়ে দরজা ভেঙে চুরি করতেন।
ডিবি প্রধান বলেন, চোরাই স্বর্ণালংকার ঢাকার তাঁতীবাজারের দুটি দোকান এবং টঙ্গী বাজারের একটি দোকানে বিক্রি করে টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্বার জানান, তিনি এ পর্যন্ত প্রায় ২০০টি বাড়িতে চুরি করেছেন। এই দীর্ঘ সময় বাসা বাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতীবাজার এলাকায় বিক্রি করেছেন। ২০০ ভরি স্বর্ণ তিনি টঙ্গীর বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে স্বর্ণ, রূপা ও নগদ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত চোর চক্রের ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার রাজধানীর তাঁতীবাজার, পল্লবী ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ চক্রের প্রধান জব্বার।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জব্বার মোল্লাহ, জামাল সিকদার, মো. আবুল, আজিমুদ্দিন, আনোয়ার হোসেন ও আব্দুল ওহাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় নয় ভরি স্বর্ণ, ৮২ ভরি রূপা ও নগদ প্রায় ১৭ লাখ টাকা জব্দ করা হয়।