৫ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে তেঁতুলিয়ায়। শূন্য ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে ওই এলাকায় মানুষের মধ্যে বইছে হাড়কাঁপুনি শীত।
আবহাওয়া কার্যালয় জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে আরও জানানো হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দিনাজপুর থেকে এনটিভি অনলাইনের প্রতিনিধি ফারুক হোসেন আবহাওয়া অফিসের বরাতে জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় শূন্য ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।