৬৪০ মেট্রিক টন সার নিয়ে ভৈরবে জাহাজ ডুবি
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ৬৪০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে একটি লাইটার জাহাজ (ছোট জাহাজ) ডুবে গেছে। বুধবার রাতে পীরবাড়ি খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এমভি শারিব বাঁধন নামের জাহাজটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আমদানি করা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল। এসব ইউরিয়া কাতার থেকে আমদানি করা হয়। চট্টগ্রামের শিপিং কোম্পানি টোটাল শিপিং এই ইউরিয়া পরিবহণ করে নিয়ে আসে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কাতার থেকে এ ইউরিয়া প্রথমে বড় জাহাজে করে চট্টগ্রামে আনা হয়। সেখান থেকে ছোট জাহাজ এমভি শারিব বাঁধনে ৬৪০ মেট্রিক টন অর্থাৎ ১২ হাজার ৮০০ বস্তা ইউরিয়া তোলা হয়। ২১ জানুয়ারি এ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে ২৫ জানুয়ারি যশোরের অভয়নগর ভৈরব নদে পীরবাড়ি খেয়াঘাটে নোঙর করে।
আজ বৃহস্পতিবার জাহাজটি থেকে ইউরিয়া নামানোর কথা ছিল। তার আগে গতকাল বুধবার মধ্যরাতের দিকে ভৈরবে ভাটা চলাকালীন জাহাজটির তলা ফেটে পানি উঠতে থাকে। এক পর্যায়ে রাত দুটার দিকে জাহাজটি ডুবে যায়।
এমভি শারিব বাঁধনের মাস্টার শরীফ হোসেন বলেন, ‘বুধবার দিবাগত রাত দুইটার দিকে জোয়ারের সময় জাহাজটি পানিতে সম্পূর্ণ ডুবে যায়।’
টোটাল শিপিং কোম্পানি খুলনার ইনচার্জ আবদুল মজিদ বলেন, ‘পানিতে ডুবে যাওয়ায় জাহাজে থাকা সব ইউরিয়া গলে পানিতে মিশে গেছে। এতে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কলা কঠিন।’