৭ দাবিতে সারা দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭ দাবিতে সারা দেশে গণঅনশন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।
গণঅনশনে বক্তারা বলেন, ‘২০১৮ সালে নির্বাচনি ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এখনও হয়নি। সরকারের প্রতি আমাদের দাবি অবিলম্বে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হোক।’
নীলফামারী থেকে নূর আলম জানান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণঅনশন হয়েছে। নীলফামারী জেলা শাখার আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে চলে এই কর্মসূচি। সংগঠনের জেলা সভাপতি খোকারাম রায়ের সভাপতিত্বে গণঅনশন কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়।
এ সময় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা বঙ্কুবিহারী রায়, নীলফামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি উত্তম রায় বাদল, বাংলাদেশ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুধীর রায়। বিকেল পাঁচটার দিকে এই কর্মসূচিতে উপস্থিত হয়ে আয়োজক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে শরবত খাইয়ে অনশন ভাঙান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল।
মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেল জানান, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ, সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জেও গণঅনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা। আজ সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশনে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি কালীপদ ঘোষ, সাধারণ সম্পাদক আশুতোষ রায়, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জী, অধ্যক্ষ ঊর্মিলা রায়, শিক্ষক হরিপদ সূত্রধর প্রমুখ।
নেত্রকোনা থেকে ভজন দাস জানান, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায়ও শনিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য্য, সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত প্রমুখ।
রংপুর থেকে একেএম মঈনুল হক জানান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সাতদফা দাবিতে নগরীতে সকাল-সন্ধ্যা গণঅনশন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। আজ শনিবার সকাল ১০টা থেকে রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা গণঅনশন কর্মসূচিতে অংশ নেন।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর জেলার সভাপতি সুশান্ত ভৌমিক, সদস্য সুব্রত সরকার মুকুল, নিরঞ্জন মহন্ত প্রমুখ।
গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাত জানান, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি সাত দফা বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সকাল-সন্ধ্যা গণঅনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা। আজ শনিবার সকাল ১১টা থেকে জেলা শহরের পৌর পার্কের মুক্তমঞ্চে এ গণঅনশন শুরু করেন নেতারা। কর্মসূচিতে জেলার নেতারা ছাড়াও কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা শাখা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, মুকসুদপুর উপজেলার শাখার সভাপতি আশুতোষ মৃধা, সদর উপজেলা শাখার সভাপতি শিপ্রা বিশ্বাসসহ অনেকে বক্তব্য দেন।
ঝালকাঠি থেকে কে এম সবুজ জানান, ঝালকাঠিতে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাতদফা দাবি আদায়ের লক্ষ্যে গণঅনশন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে সংগঠনটির নেতারা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা দুলাল সাহা প্রমুখ।
ভৈরব থেকে মোস্তাফিজ আমিন জানান, কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, গণঅনশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভৈরব শাখার সভাপতি শ্রীমন্ত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ভৈরব পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভৈরব শাখার সাধারণ সম্পাদক ডা. বাবুল আচার্য্য, অ্যাডভোকেট নিতাই দেবনাথ, অধ্যাপক দীপক সাহা প্রমুখ।