আশুলিয়ার শিল্পাঞ্চলে ‘অঘোষিত কারফিউ’
রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতিকে আপাতদৃষ্টিতে অঘোষিত কারফিউ বলে মনে হতে পারে।
আজ বুধবার সকাল থেকে শহরের মোড়ে মোড়ে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারা। সেইসঙ্গে রয়েছে শ্রমিকদের গতিবিধির ওপর কড়া নজরদারি। সব মিলিয়ে এক ধরনের চাপা উত্তেজনা আর থমথমে পরিবেশ গোটা আশুলিয়া শিল্পাঞ্চলে।
শ্রমিকদের আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার থেকে এই শিল্পাঞ্চলের ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
এ সিদ্ধান্তের পর আজ ভোর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আশুলিয়ায়। জলকামান, রায়ট ভ্যানসহ দাঙ্গা দমনে সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ।
পোশাক কারখানার ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি আদায়ে গত ১০ দিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন শ্রমিকরা। এর জের ধরেই গত রাতে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।
আজ ভোর থেকে এসব বন্ধ কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নেয় পুলিশ। বাসাবাড়ি ছেড়ে শ্রমিকদের কেউ যাতে সড়কে অবস্থান নিতে না পারে, তা নিশ্চিত করতে সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
এ বিষয়ে ঢাকার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে পুরোপুরি সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।