‘ভোট দিয়ে ফুর্তি লাগছে’
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সুষ্ঠুভাবে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কয়েকজন। আজ বৃহস্পতিবার সকালে শহরে বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে এসে এই অনুভূতি প্রকাশ করেন কয়েকজন ভোটার।
বার একাডেমি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। নারী ও পুরুষের জন্য পৃথক লাইন। তাঁদের মধ্যে বয়োবৃদ্ধ জালাল উদ্দিন মোল্লা (৮৫) ও মজনু মিয়া (৮৬)।
ভোট দেওয়ার পর জালাল উদ্দিন বলেন, ‘খুব আনন্দ লাগছে। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।’
প্রায় একই সুরে মজনু মিয়া বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমরা দাঁড়িয়ে ভোট দিচ্ছি। ভোট দিয়ে ফুর্তি লাগছে।’
আরেক ভোটার স্বপন চন্দ্র কর বলেন, এর আগে সব বারই ভোট অন্য কেউ দিয়ে ফেলছে। এই প্রথম তিনি ভোট দিতে পারছেন। তাই আনন্দ লাগছে।
এই কেন্দ্রে দায়িত্ব পালনরত সহকারী প্রিসাইডিং অফিসার পবিত্র বর্মণ বলেন, ‘এখন পর্যন্ত ভয়ভীতি বা শঙ্কা ছাড়াই মানুষ ভোট দিচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি।’
একই কথা বলেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খানের নির্বাচনী এজেন্ট মো. খায়রুল কবির।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী এজেন্ট ইশরাত জাহান মুকুট বলেন, ‘সকালে নারী ভোটারের উপস্থিতি কম। আশা করছি, ১২টার পর উপস্থিতি বাড়বে।’