আইভীর নিরঙ্কুশ জয়ের আশা হানিফের
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ আশা প্রকাশ করে বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে তাঁর দলের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এই আশাবাদ ব্যক্ত করেন।
নাসিক নির্বাচন সুষ্ঠু হচ্ছে জানিয়ে হানিফ বলেন, ‘আপনারা জানেন যে আজকে ২২ ডিসেম্বর, ২০১৬। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দলীয়ভাবে। এবারই প্রথম স্থানীয় নির্বাচন দলীয়ভাবে যে করার সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন দলীয়ভাবে হচ্ছে।’
‘নারায়ণগঞ্জে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৭৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আমরা সংবাদ পেয়েছি সকাল থেকে, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।’
আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বারবারই বলে এসেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায় বিশ্বাসী এবং তিনি মনে করেন, জনগণই সকল ক্ষমতার মালিক।’
‘সে কারণে একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণই আমাদের লক্ষ্য ছিল, নিরপেক্ষভাবে এবং সেটার ব্যাপারে আজকে যে সকাল থেকে ভোট শুরু হয়েছে, সেটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন হানিফ বলেন, ‘জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আজকে এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করবেন, এটা আমরা আশা করি। পাশাপাশি ডা. সেলিনা হায়াৎ আইভীর জনপ্রিয়তা, তাঁর ব্যক্তিগত ইমেজ এবং সেইসঙ্গে আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সরকার যে ধারাবাহিক উন্নয়নে সফলতা, সে সফলতার কারণে আজকে গোটা দেশের মানুষের আস্থা আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতি ব্যক্ত করেছে।’
‘সেটারই প্রতিফলন আজকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা দেখাবে বলে আমরা প্রত্যাশা করি।’
সকাল ৮টায় নাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এক মেয়র পদসহ ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্যপদে ১৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট চার লাখ ৭৯ হাজার ৩৯২ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।