জয়ের পথে আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৬৯টি ভোটকেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের চেয়ে প্রায় ৭৭ হাজারের ভোটে এগিয়ে রয়েছেন। আইভী জয়ের পথে থাকায় তাঁর শিবিরে কর্মী-সমর্থকদের উল্লাস শুরু হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭৪টি কেন্দ্রে টানা ভোট দেন ভোটাররা। ভোট গণনা শেষে সন্ধ্যার কিছু পর থেকে ফলাফল আসতে শুরু করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকেই ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।
এখন পর্যন্ত ১৬৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৭০ হাজার ১০০ ভোট, অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৮৭৯ ভোট।
ভোটের ফলাফল জানতে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন দলের নেতাকর্মী, প্রার্থীদের কর্মী-সমর্থকরা ভিড় করতে থাকেন নারায়ণগঞ্জ ক্লাবের আশপাশে। ক্লাবেই স্থাপন করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ।
আজ সারা দিন নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেশ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেলা যতই গড়িয়েছে, ততই ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি বেড়েছে ভোটারদের।
এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে এই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।
মেয়র পদে আইভী ও সাখাওয়াত ছাড়াও আরো পাঁচজন লড়ছেন। তাঁরা হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ (পাখা), ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল ইসলাম (মসজিদের মিনার), এলডিপির কামাল প্রধান (ছাতা), কল্যাণ পার্টির মেয়র পদপ্রার্থী রাসেল ফেরদৌস সোহেল মোল্লা (হাতঘড়ি)।
এর আগে ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল—এ তিনটি পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একই বছর ৩০ অক্টোবর প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সিটির প্রথম মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। তিনি বাংলাদেশের প্রথম নারী, যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।