নাসিক নির্বাচন ব্যতিক্রম : তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন আগের যেকোনো নির্বাচনের চেয়ে ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তৈমূর এ মন্তব্য করেন।
এই বিএনপি নেতা বলেন, ‘এই সরকার বিগত যতগুলো নির্বাচন করেছে, হরিলুটের নির্বাচন, লুটপাটের নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, এই নির্বাচনটি হয়েছে তার ব্যতিক্রম। এটা আমাদের আন্দোলন, সংগ্রামের ফসল। জনগণ মনে করে খালেদা জিয়াকে সমর্থন করা দরকার বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য এবং ইনশাল্লাহ সেটার প্রতিফলন ঘটবে।’
আজ সকাল ৮টা থেকে নাসিকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে নারায়ণগঞ্জের রিটানিং কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন, নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ। এখন ভোট গণনা চলছে। মেয়র পদে এগিয়ে রয়েছেন সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে এক মেয়র পদসহ ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন এবং সাধারণ সদস্যপদে ১৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ ছিল। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।