চট্টগ্রামে আহত অবস্থায় গ্রেপ্তার শিবিরকর্মীর মৃত্যু
অবরোধের সময় চট্টগ্রামে আহত অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রশিবিরের কর্মী সাকিবুল ইসলাম (২০) মারা গেছেন। আজ বুধবার ভোরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাকিবুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়তেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হন সাকিবুল। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। ককটেলে তাঁর চোখ, মাথায় আঘাত লেগে ব্যাপক রক্তক্ষরণ হয়। ওই অবস্থায় প্রথমে সাকিবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পরিবারের অনুরোধে বিশেষ অনুমতি নিয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে আনা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
সাকিবুল ইসলামের মামা হাফেজ শাহেদুল আলম এনটিভির কাছে অভিযোগ করেন, পুলিশের নির্যাতনে সাকিবের মৃত্যু হয়েছে।
নির্যাতনের কথা অস্বীকার করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া এনটিভিকে বলেন, বোমা মারতে গিয়ে আহত হয়েছিলেন সাকিবুল। পরে পুলিশ উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেয়। পরিবারের আবেদন অনুযায়ী ঢাকায় নেওয়ার পর আজ তাঁর মৃত্যু হয়।
সাকিবুলের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামের আগ্রাবাদে আজ মিছিল করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।