সুন্দরগঞ্জে মানববন্ধন, বিক্ষোভের ডাক
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অ্যাসোসিয়েশন।
এ ঘটনার বিচারের দাবিতে সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নে আগামীকাল সোমবার বেলা ১১টায় একযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ডেকেছে সংগঠনটি।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু এ কর্মসূচি ঘোষণা করেন।
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিন মোটরসাইকেল আরোহী আকস্মিকভাবে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ায় এমপি লিটনের বাড়িতে ঢোকে। পরে তাদের পিস্তল থেকে লিটনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিনজন।
গুলির শব্দে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে গিয়ে লিটনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে লিটনের মৃত্যু হয়।
রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান বিমল চন্দ্র রায় জানান, এমপি লিটনকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তাঁর শরীরে পাঁচটি গুলি লেগেছে। এর মধ্যে দুটি গুলি লেগেছে বুকে আর তিনটি লেগেছে হাতে। একটি গুলি বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে।