বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় এমপি লিটন
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে ওই এলাকায় সংসদ সদস্য লিটনের জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে সকালে রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য লিটনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা।
জানাজার পর এমপি লিটনের প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মো. সারওয়ার হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম, নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিন মোটরসাইকেল আরোহী আকস্মিকভাবে বামনডাঙ্গার মাস্টারপাড়ায় এমপি লিটনের নিজ বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আনুমানিক সাড়ে ৭টার দিকে এমপি লিটনের মৃত্যু হয়।