ষোড়শ সংশোধনী : আপিলের ওপর শুনানি ৮ ফেব্রুয়ারি
বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বে থাকা আট বিচারপতির বেঞ্চে এই আপিলের শুনানি হবে।
গত বছরের ৫ মে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হক সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারক মো. আশরাফুল কামাল ওই রায়ের সঙ্গে ভিন্ন মত পোষণ করে ১৬তম সংশোধনী বহাল রাখেন।
নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে রায় দেওয়া হয়, সেটিই চূড়ান্ত।
গতকাল বুধবার হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ সকালে বিষয়টি শুনানির জন্য এলে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহ সময় আবেদন করেন। পরে আদালত দিন ধার্য করেন।