হালুয়াঘাটের নির্যাতিত শিশু ফরহাদের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিবেশীর হাতে নির্যাতিত শিশু ফরহাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরহাদের চাচা বাদশা মিয়া ও স্থানীয় থানা পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সার্জারি বিভাগে মৃত্যু হয় শিশু ফরহাদের।
হালুয়াঘাট থানার পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে নিজ বাড়ির পাশে খেলা করছিল আট বছরের শিশু ফরহাদ। সে হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামে নজরুল ইসলামের ছেলে। একই এলাকার মাসুদ মিয়ার ছেলে জুনায়েদও ফরহাদের সঙ্গে খেলতে চায়। কিন্তু ফরহাদ খেলতে না নেওয়ায় বাবার কাছে নালিশ জানায় জুনায়েদ। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ লাঠি দিয়ে ফরহাদের শরীর ও মাথায় বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হয় সে।
আহত ফরহাদকে স্বজনরা প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির অবস্থা সংকটজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।
দুদিন পর অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা ফরহাদকে ঢামেক হাসপাতালে পাঠান । বিভিন্ন হাসপাতালে পাঁচদিন চিকিৎসা শেষে গতকাল দুপুরে সেখানে মৃত্যু হয় ফরহাদের।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাল মিয়া এনটিভি অনলাইনকে জানান, তার চাচা বাদশা মিয়া ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । ঘটনার পর পরই মাসুদকে আটক করা হযেছে। ঘটনার পর ফরহাদের মা ফরিদা বেগম মাসুদকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা করেছেন ।
লাল মিয়া আরো জানান, ৩ জানুয়ারি মাসুদকে আটক করে হাজতে পাঠায় পুলিশ । ৪ জানুয়ারি ফরহাদকে লাঠিপেটা করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন মাসুদ। খুব শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।