রেলক্রসিংয়ে ‘তাড়াহুড়ো’য় নিহত ৫
গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়।
আজ রোববার সকাল ১০টার দিকে কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫০ মিনিটে কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকা দিয়ে যাচ্ছিল ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের একটি ট্রেন।
গোয়ালবাথান রেলক্রসিংয়ে আসার ঠিক আগমুহূর্তে হুড়োহুড়ি করে রেললাইনে উঠে পড়ে একটি প্রাইভেটকার। রেললাইনে ওঠার পরপরই কারটিকে ট্রেনটি ধাক্কা দেয়। প্রাইভেটকারটিকে টেনেহিঁচড়ে কিছুদূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ।
অন্যদিকে, দুর্ঘটনায় মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এর পর ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।