খাদিজা হত্যাচেষ্টা : পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ ফেব্রুয়ারি
সিলেটে খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এ তথ্য জানান।
আজ রোববার মামলার একমাত্র আসামি বদরুলের উপস্থিতিতে খাদিজার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু খাদিজা আদালতে উপস্থিত হওয়ার মতো সুস্থ না থাকায় তাঁর পক্ষে আদালতে হাজির হওয়ার জন্য এক মাসের সময় চেয়ে আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আগামী ২৬ ফেব্রুয়ারি।
খাদিজা বর্তমানে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন আছেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, সেখানকার চিকিৎসক ডা. সাঈদ কলেজছাত্রী খাদিজার শারীরিক ও মানসিক অবস্থার দিক চিন্তা করে আদালতের কাছে আরো এক মাসের সময়ের আবেদনের জন্য পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতেই সময় চাওয়া হয়।
মাহফুজুর রহমান জানান, খাদিজাকে প্রতিদিন তিন ঘণ্টা করে থেরাপি দেওয়া হয়। এ অবস্থায় তাঁকে আদালতে হাজির করা যাবে না। এ ছাড়া সাক্ষ্য দেওয়ার মতো যে মানসিকতা প্রয়োজন, তা এখনো বিবেচনাধীন।
গত ১৫ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো আদালতে খাদিজাকে হাজির করার নির্দেশ দেন। এর আগেও তাঁকে আদালতে হাজিরের নির্দেশ দিলে চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় তাঁকে হাজির করা হয়নি।
এরই মধ্যে মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে এমসি কলেজে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস।