কারাগারে থেকেও ওরা আলোর পথে
কারাগারে থেকেও এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আলো ছড়িয়েছে ওরা পাঁচজন। কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছয় পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচজন। এর মধ্যে চারজন পেয়েছে জিপিএ ৫।
আজ শনিবার রাজশাহী শিক্ষা বোর্ড ঘোষিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের তিন পরীক্ষার্থী কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে তিনজনই পেয়েছে জিপিএ ৫। এ তিনজন হলো জাহিদুল হোসেন রাসেল, আরিফ রায়হান ও নাজমুল হাসান স্বপন।
এ ছাড়া রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মিজানুর রহমান কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
রাজশাহীর মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আবদুল্লাহ আল মামুন কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে।
কারাগার থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মামুন আলী পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছয়জন ৫ জানুয়ারির পর রাজশাহীতে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। তাদের সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করা হয়েছিল। কারাগারে তাদের অন্য আসামিদের থেকে পৃথক সেলে রেখে লেখাপড়ার পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল।