রাজধানীতে দুদকের অভিযানে উপসচিব গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও থানা এলাকার তালতলা মার্কেট থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসচিব মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার ৫০ হাজার টাকাসহ হাতেনাতে মিজানুরকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে দুদকের পরিচালক নাসিম আনোয়ার জানান, মাঈনুদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
দুদকের এই কর্মকর্তা আরো জানান, এর আগেও মাঈনুদ্দিন চৌধুরীর কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন মিজানুর।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, আজ রাত সাড়ে ১১টার দিকে দুদকের আইনে থানায় একটি মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
ওসি আরো জানান, মিজানুর রহমান খিলগাঁও থানা পুলিশের হেফাজতে আছেন। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।