জঙ্গিবাদ দমনে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে হবে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের এর (জঙ্গিবাদে) মধ্যে যুক্ত করছে। এ কারণে আমাদের আরো সতর্ক হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের কার্যক্রমও চালিয়ে যেতে হবে।’
আজ বুধবার সকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মাঠে শিক্ষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘তাঁদের (শিক্ষক-শিক্ষার্থীদের) রক্ষা করতে হবে যেন তাঁরা এ পথে যেতে না পারেন। এ জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব। আমরা দেখতে পাচ্ছি তারা অনেক কার্যকরী ভূমিকা নিচ্ছে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীর পাশাপাশি কোনো শিক্ষক যেন বিপথগামী না হতে পারেন, সে জন্য শ্রেণিকক্ষের বাইরে ক্রীড়াসহ বিভিন্ন প্রতিযোগিতা চালুর বিষয়ে জোর দেন নুরুল ইসলাম নাহিদ।
‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রাণালয়ের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন ও অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্যসহ অনেকেই।