পল্লীকবি গ্রামের জীবন বিশ্বে তুলে ধরেছেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পল্লীকবি জসীমউদদীন গ্রাম-বাংলার জীবনচিত্র বিশ্বের কাছে তুলে ধরেছেন তাঁর লেখনীর মধ্য দিয়ে। পল্লীর সুখ-দুঃখের কথা বিশ্বে আর কোনো কবি এভাবে তুলে ধরেননি। যে কারণে তাঁর আবেদন থাকবে পৃথিবীতে অনাদিকাল।
মন্ত্রী আজ শুক্রবার সন্ধ্যায় শহরের গোবিন্দপুরে পল্লীকবি জসীমউদদীনের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ‘জসীম পল্লীমেলা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোখলেসুর রহমান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।
সভা শেষে পল্লীকবির রচনা দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।