সময়ের আগেই এসডিজি অর্জন সম্ভব : অর্থমন্ত্রী
বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০২৪ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার রাজধানীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক আয়োজিত এসডিজি ও পরিবেশ নিয়ে দুই দিনব্যাপী এক সম্মেলনে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
আবদুল মুহিত বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা আছে তা সময়ের আগেই বাংলাদেশ অর্জন করতে সক্ষম। এ জন্য এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় প্রয়োজন।
সেই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে অংশীদারিত্বের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলেও অনুষ্ঠানে তুলে ধরেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদসহ অনেকেই উপস্থিত ছিলেন।