নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন : এলজিআরডিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিএনপির উদ্দেশে বলেছেন, নির্ধারিত সময়ের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। যে দল আন্দোলন-কর্মসূচি ঘোষণা দিয়ে রাজনীতির মাঠে থাকে না, ওই দলের প্রতি মানুষের আস্থাও থাকে না।
আজ শনিবার দুপুরে ফরিদপুরের কবি জসীমউদদীন হলে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা এস এম নূরুন্নবীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।
প্রয়াত নেতার স্মৃতিচারণা করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, তিনি (নূরুন্নবী) ফরিদপুর জেলা আওয়ামী লীগের টানা ৩৮ বছর সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মতো ত্যাগী নেতা দলের মধ্যে এখনো অনেক কম। রাজনীতি করতে হলে দলের আদর্শ মেনেই করতে হবে। ফরিদপুর আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক সু-সংগঠিত।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগের দুর্দিন পার করতে হয়েছে। তখন অনেক নেতাই দলের পাশে ছিলেন না। অথচ ফরিদপুরে নূরুন্নবী ঠিকই দলের পাশে থেকে কাজ করে গেছেন।
সভায় আরো বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, প্রয়াত এস এম নূরুন্নবীর স্ত্রী আমেনা বেগম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।