দিনাজপুরে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোল্লাবাজার এলাকা থেকে আমদানি-নিষিদ্ধ ভারতীয় ৫৭ হাজার ৬২০টি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মোল্লাবাজার এলাকা থেকে এ ট্যাবলেট উদ্ধার করেন। এর মূল্য প্রায় কোটি টাকা হবে বলে দাবি করেছে বিজিবি।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান জানান, ভারতীয় ট্যাবলেট দেশের অভ্যন্তরে পাচারের খবর পেয়ে তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার মোল্লাবাজার এলাকায় অবস্থান নেন। এ সময় সংঘবদ্ধ চোলাচালানির একটি দল ওই এলাকা দিয়ে যাওয়ার পথে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি পোটলা ফেলে পালিয়ে যায়।
পরে সেখান থেকে আমদানি-নিষিদ্ধ ভারতীয় ৫৭ হাজার ৬২০টি ট্যাবলেট উদ্ধার করা হয়।
আবদুল মান্নান আরো জানান, উদ্ধার করা ট্যাবলেটের মূল্য ৮৬ লাখ ৪৩ হাজার টাকা। এই ট্যাবলেট যৌন চিকিৎসায় ব্যবহার করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।
উদ্ধার করা ট্যাবলেটগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হবে।