কালিয়াকৈরে ‘লাঠির আঘাতে’ নারীর মৃত্যু, স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে এক নারী পোশাকশ্রমিক স্বামীর লাঠির আঘাতে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ স্বামীকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে উপজেলার হিজলহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কবিতা রানী দাস (২৮) নড়াইল জেলা সদরের পোড়া বাদুরী এলাকার বাপ্পী দাসের স্ত্রী ছিলেন।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুর রহমান বলেন, বাপ্পী দাস প্রায় ১২ বছর আগে একই থানার বেলাহাটি গ্রামের নির্মল গুপ্তদাসের মেয়ে কবিতা রানী দাসকে বিয়ে করেন। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। তাঁরা কালিয়াকৈর হিজলহাটি এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
শহীদুর রহমান আরো বলেন, বাপ্পী দাস এলাকায় রাজমিস্ত্রী এবং কবিতা রানী দাস স্থানীয় সাউদার্ন নিট কম্পোজিট কারখানায় চাকরি করতেন। কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল।
‘আজ দুপুরে খাবার জন্য বাসায় যায় কবিতা। এ সময় স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাপ্পী তাঁর স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান কবিতা। পরে বিষয়টি নিয়ে হৈ চৈ শুনে এলাকাবাসী কবিতাকে উদ্ধার করে বাড়ইপাড়া এলাকায় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এসআই জানান, বাপ্পী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং বাপ্পীকে আটক করে।