শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭
মৌলভীবাজারে হঠাৎ করে শীত জেকে বসেছে। জেলার শ্রীমঙ্গলে শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলে আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রাতে কুয়াশা কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। পাশাপাশি শ্রীমঙ্গলের উপর দিয়ে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েকদিন এভাবে থাকতে পারে।
হঠাৎ করে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধ আক্রান্তের সংখ্যা বাড়ছে। গরীব ও নিম্ন আয়ের মানুষ ফুটপাতে ছুটছেন কম মূল্যে গরম কাপড় কেনার জন্য।
এ ছাড়াও খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জানান, হাসপাতালে শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি।