দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ রোববার সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. হারুন অর রশিদ জানান, আজ সকাল ৬টায় তাঁরা তাপমাত্রা মেপেছেন। সে সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি এবং গতকাল শনিবার রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রাতের বেলা কুয়াশা কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি শ্রীমঙ্গলসহ পুরো জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে, হঠাৎ করে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সকালে ও রাতে খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশি রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমে বাড়ছে।