প্যানেল মেয়র নয়, আওয়ামী লীগের কাউন্সিলর পেলেন দায়িত্ব
তিনজন প্যানেল মেয়রকে বাদ দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আওয়ামী লীগ সমর্থিত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব সরজ কুমার নাথ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় নিযাম উল আযীমকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।
আজাহার আলী জানান, এ সংক্রান্ত একটি ফ্যাক্স মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনে এসেছে। এতে নিযাম উল আযীমকে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা অর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম জানান, মঙ্গলবার সকালে তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করবেন।
প্রায় চার মাস থেকে রাসিক মেয়র বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল আত্মগোপনে রয়েছেন। এর মধ্যে গত ৭ মে বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ বিস্ফোরক আইনে পাঁচটি মামলাসহ ১৬টি মামলার আসামি তিনি। তবে সম্প্রতি তিনি সিদ্ধার্থ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। ওই সব মামলায় রাসিকের প্যানেল মেয়র-১ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল আমিন আজব কারাগারে এবং প্যানেল মেয়র-২ মহানগর যুবদলের সদস্য নুরুজ্জামান টিটো পলাতক রয়েছেন। পরে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র-৩ নূরুন্নাহার বেগম মেয়রের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করলে তাঁকেও বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার আসামি করা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে বলা আছে, সিটি করপোরেশন গঠন হওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা অগ্রাধিকারক্রমে তাঁদের নিজেদের মধ্য থেকে তিন সদস্যবিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচন করবেন। তবে শর্ত থাকে যে, নির্বাচিত তিনজনের মেয়র প্যানেলের মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত আসনের কাউন্সিলর হতে হবে। পদত্যাগ, অপসারণ অথবা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হইলে শূন্য পদে নবনির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোনো সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন।
ওই আইন লঙ্ঘন করে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য নিযাম উল আযীমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।