হতদরিদ্রদের চূড়ান্ত তালিকা ফেব্রুয়ারির মধ্যেই
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২-২৩ অক্টোবর দলের ২০তম সম্মেলনের সমাপনী দিনে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় হতদরিদ্রদের তালিকা তৈরির আহ্বান জানিয়েছিলেন। সম্মেলন থেকে ফিরে গিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতারা তৃণমূল পর্যায়ে হতদরিদ্রদের তালিকা তৈরি করছেন। সম্মেলনের পর প্রায় তিন মাস পেরিয়ে গেছে। কী অবস্থায় আছে হতদরিদ্রদের তালিকা তৈরির কাজ?
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুর রহমান এ ব্যাপারে বলেন, ‘২০২১ সালের উচ্চ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তা বাস্তবায়নের পথ ধরেই এবারের কার্যক্রম হতদরিদ্রদের তালিকা প্রণয়ন। কাজ চলছে। আশা করি, আগামী ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের হতদরিদ্রদের চূড়ান্ত তালিকা হচ্ছে।’
আবদুর রহমান এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি এবং দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, কোন মানুষের ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, নিঃস্ব-রিক্ত মানুষ- কারা হতদরিদ্র বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব। তারা যাতে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। কারণ, তারা আমাদের নাগরিক। জনগণের কল্যাণ করাই আমাদের দায়িত্ব।’
সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমরা যদি এ কাজ সঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। ইতোমধ্যে দারিদ্র্যের হার আমরা ২২ দশমিক ৪ ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্রের হার আমরা ১২ ভাগের নিচে নামিয়ে এনেছি। বাকি কাজটি এখন করতে হবে।’
প্রধানমন্ত্রীর উদ্যোগটি সম্পর্কে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে এ বিষয়ে কাজ করছি। কাজটি কবে শেষ হবে সেই নির্ধারিত তারিখ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে খুব দ্রুতই হবে, এ প্রতিশ্রুতি দিতেই পারি।’
আওয়ামী লীগের ত্রাণ-দুর্যোগ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘এ কাজটি করা আমাদের দায়। প্রধানমন্ত্রীর অনেক বিবেচনাপ্রসূত এই উদ্যোগের প্রতি আন্তরিকতা থেকে আমরা যার যার অবস্থান থেকে কাজ করছি।’
আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, এই উদ্যোগটি একেবারেই মৌলিক। স্বাধীন বাংলাদেশে মানুষ গৃহহীন, অন্নহীন কেন থাকবে? সে দায় থেকেই সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ চলছে।