চট্টগ্রামের পাহাড়ে ৯ জুন থেকে উচ্ছেদ অভিযান
চট্টগ্রামে আগের তালিকা অনুযায়ী প্রায় ৩০টি পাহাড়ে ৩২০টি পরিবার বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় অবৈধভাবে বাস করছে। বর্তমানে এর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তারা। আগামী ৯ জুন থেকে এসব ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালাবে সরকার।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারে কার্যালয়ে অনুষ্ঠিত ঝুঁকিপূর্ণ পাহাড় মালিক ও বিভিন্ন সংস্থার সঙ্গে আয়োজিত মতবিনিময় শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ।
এর আগে ৮ জুন পর্যন্ত ঝুঁকিতে থাকা এসব মানুষের তালিকা করে, তাঁদের সরে যাওয়ার নির্দেশ দেবে সরকার।
সভায় পাহাড়গুলোতে অবৈধ বসবাসকারীদের তালিকা আগামী ৮ জুনের মধ্যে প্রণয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বসবাসকারীদের উচ্ছেদ করতে অভিযান চালাবে পাহাড় রক্ষা জাতীয় কমিটি।
সভায় ভূমি কর্মকর্তারা জানান, পাহাড়ে ঝুঁকির মধ্যে বসবাসকারীদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
সভায় পাহাড়ে বিদ্যুৎ, গ্যাস ও পানি ব্যবহারকারীদের নতুন তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া পাহাড় ধস রোধ করতে পাহাড় কাটা বন্ধসহ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ বলেন, ‘আগামী ৮ তারিখের মধ্যে আমরা তালিকা প্রণয়ন করব। তালিকা প্রণয়নের সময় সহকারী কমিশনার (ভূমি) এবং পাহাড় মালিকরা নোটিশ দেবেন। যাঁরা অবৈধভাবে বসবাস করছেন তাঁরা দ্রুত সরে যাবেন। নতুবা উচ্ছেদ করা হবে। ৮ জুনের পর আমাদের উচ্ছেদ অভিযান চলবে।’
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।