কয়েদিদের জন্য পিঠা উৎসব
শীতের সকাল। রোদের মধ্যে লম্বা সারি। সবাই কয়েদি। তাদের মুখে হাসি! হাতে নানা ধরনের পিঠা।
মাদারীপুর জেলা কারাগারে কয়েদিদের জন্য ওই পিঠা উৎসবের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে নানা ধরনের পিঠার স্বাদ নিয়েছেন কারাগারে থাকা ৪৯৯ জন কয়েদি।
কয়েদিদের মধ্যে কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে। ৪৯৯ জন বন্দির মধ্যে আজ বিভিন্ন ধরনের পিঠা বিতরণ করা হয়। এ পিঠা খেতে পেয়ে খুশি হন কয়েদিরা।
মাদারীপুর কারাগারের জেলার মো. দিদারুল আলম জানান, কারাগারে বন্দিরা শীতের পিঠা খাওয়া থেকে বঞ্চিত থাকেন। শীতের পিঠা থেকে তাঁদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে জেল সুপার শহিদুল ইসলামের নির্দেশে শীতের কয়েক রকম পিঠা তৈরি করে আজ ৪৯৯ কয়েদির মধ্যে বিতরণ করা হয়। এ সময় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়। কয়েদিদের খুশি দেখে তাঁরাও প্রশান্তি পাচ্ছেন।
পিঠা উৎসবে জেল সুপার শহিদুল ইসলাম, জেলার দিদারুল ইসলাম দিদারসহ জেলা কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কয়েদিদের অনেক স্বজন আজ কারাগারে দেখা করতে এসেছিলেন। উৎসবের কথা শুনে তাঁরাও খুশি হন।
মাদারীপুরে ১৯৪২ সালে কারাগারটি নির্মাণ করা হয়। ১৯৯৮ সালে এটি জেলা কারাগারে উন্নীত করা হয়। বর্তমানে এর ধারণ ক্ষমতা ১১০ জন। কিন্তু বর্তমানে সেখানে আছেন ৪৯৯ জন।