চট্টগ্রামে স্কুলে বর্ধিত ফি, তদন্ত শুরু
চট্টগ্রামে বেসরকারি স্কুলগুলোতে অতিরিক্ত ফি তদারকিতে জেলা প্রশাসনের গঠিত পাঁচটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপকমিটির সদস্যরা নগরীর ৯৮টি বিদ্যালয়ের বেতনসহ অতিরিক্ত ফি আদায়ের তথ্য সংগ্রহ করেন। এসব বিদ্যালয়ে ভর্তি ফি ছাড়াও উন্নয়ন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, সকাল থেকে প্রশাসনের পাঁচটি কমিটি কাজ শুরু করেছে। প্রথম দিন নগরীর বিভিন্ন বেসরকারি বিদ্যালয়, চিটাগাং গ্রামার স্কুল ও বাংলাদেশ মহিলা সমিতি স্কুল পরিদর্শন করে। এ সময় এসব বিদ্যালয়ে একজন শিক্ষার্থীর কাছ অধিক হারে ফি আদায় করার অভিযোগ সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্য নয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।