‘মাছ ধরতে গিয়ে পাওয়া’ প্রাডো গাড়ির নম্বর প্লেট ভুয়া
গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা প্রাডো জিপ গাড়ির নম্বর প্লেট সঠিক না। এর ফলে গাড়ির মালিকের সন্ধান আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পায়নি পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নদী থেকে উদ্ধার করা গাড়িতে লাগানো নম্বর প্লেট (ঢাকা মেট্রো-ঘ-১১-২০২৯) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে অনুসন্ধান করা হয়েছে। এ নম্বরটি ঢাকার মিরপুরের রিনা বেগম, বাবা আবদুর রব, ২/এইচ, বাসা ৯/১৪ নামে নিবন্ধন করা। কিন্তু পুলিশ উল্লিখিত ঠিকানায় এ নামের কাউকে পায়নি।
ধারণা করা হচ্ছে, গাড়িটি ফেলে দেওয়ার সময় তাতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হতে পারে। গাড়িটি উদ্ধারের পর এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ওসি জানান, গাড়ি উদ্ধারের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাদের ইঞ্জিন নম্বর দেওয়া হয়েছে।
গাড়ির উদ্ধারের বিষয়ে দায়িত্বে নিয়োজিত থানার উপপরিদর্শক (এসআই) দুলাল মিয়া জানান, গাড়ির চেসিস নম্বর আর জেট জে ৯৫-০০৩১৯৬০ ইঞ্জিন নম্বর পাওয়ার জন্য বিকেল পর্যন্ত মেকানিক এনে চেষ্টা চলছে। তবে শুক্রবার বন্ধের দিন থাকায় সরকারি দপ্তরের সব জায়গায় যোগাযোগ করা যাচ্ছে না। অফিস খোলা হলে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া-শ্রীপুর সড়কের দস্যুনারায়ণপুর বাজারসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে প্রাডো গাড়িটি উদ্ধার করে। মাছ ধরতে গিয়ে গাড়িটির খোঁজ পাওয়া যায় বলে জানা গেছে।