কোনো দেশ থেকে সাহায্য নেব না, প্রয়োজনে দেব
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ আর অন্য কোনো রাষ্ট্রের সাহায্য নেবে না। প্রয়োজনে অন্য রাষ্ট্রকে সহায়তা দেওয়া হবে।
আজ শনিবার দুপুর ২টার দিকে ফরিদপুরে একটি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সদর উপজেলার কানাইপুরে অবস্থিত স্কুলটির নাম পোরদিয়া উচ্চ বিদ্যালয়। নবনির্মিত ভবনটির নামকরণ করা হয়েছে প্রকৌশলী আবদুস সোবহানের নামে। তিনতলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে দেড় কোটি টাকা।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি যে, আমরা পৃথিবীর কোনো দেশ থেকে আর সাহায্য-সহযোগিতা নিব না। নিজের প্রচেষ্টায় আমরা আমাদের পায়ে দাঁড়াব এবং প্রয়োজনে অন্য দেশকে আমরা সাহায্য সহযোগিতা করব।’
মন্ত্রী বলেন, রাজবাড়ীর দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু হবে। প্রথম পদ্মা সেতুটির কাজ শেষে হলেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করা হবে।
কানাইপুর ইউনিয়নের সভাপতি ফকির বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।