কিবরিয়া হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক নিশাত সুলতানা মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।
কিবরিয়া হত্যা মামলার আইনজীবী আলমগীর ভূঁইয়া বাবুল বার্তা সংস্থা ইউএনবিকে জানান, মামলাটির আইনি প্রক্রিয়া শেষে বিচারকাজ শুরুর জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। এখন সিলেট দ্রুত বিচার আদালতে মামলাটির বিচার সম্পন্ন হবে। ফলে সেখানেই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হবে। আগামী ২১ জুন ট্রাইব্যুনালে এর কার্যক্রম শুরু হতে পারে বলে জানান আইনজীবী।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের সদর উপজেলার বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের একটি সভা থেকে বেরিয়ে আসার পথে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ সময় আহত হন আরো ৭০ জন।
ঘটনার পর আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। হত্যা মামলায় গত বছরের ১৩ নভেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হলেও বিস্ফোরক মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।