৮ মামলায় আদালতে নূর হোসেন
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র, চাঁদাবাজিসহ আট মামলায় আদালতে হাজির করা হয়েছে।
আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জের দুই নম্বর অতিরিক্ত দায়রা জজ কামরুন্নাহারের আদালতে হাজির করা হয় নূর হোসেনকে।
এ সময় সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি আলী আহমেদকেও আদালতে হাজির করা হয়। আলী আহমেদ, নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী।
মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, সাত খুন ছাড়াও আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে চারটি, চাঁদাবাজির অভিযোগে তিনটি এবং মাদক ব্যবসার অভিযোগে একটি মামলা রয়েছে। ২০১৫ ও ২০১৬ সালে এসব মামলা করা হয়। মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।
এর আগে একই মামলায় নূর হোসেনের ভাতিজা শাহাদাত হোসেন বাদল এবং ভাই নুরুল ইসলাম হাজিরা দেন। তাঁরা জামিনে মুক্ত ছিলেন। আদালত তাঁদের জামিন বহাল রেখেছেন।
এদিকে আজ সাত খুন মামলার নথিপত্র লাল কাপড়ে মুড়িয়ে উচ্চ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুন মামলার রায় দেশের একটি বড় ঘটনা। রায়টি প্রত্যাশা অনুযায়ী হয়েছে।