আরো ১১ পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক
পরিবেশদূষণ রোধে আরো ১১টি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়। আজ মঙ্গলবার গণমাধ্যমে সেটি পাঠানো হয়।
নতুন পণ্যগুলো হচ্ছে—মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া।
এর আগে ছয়টি পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ছিল। এখন এ পণ্যের সংখ্যা দাঁড়াল ১৭টিতে। গত ২১ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ (২০১০ সালের ৫৩ নম্বর আইন)-এর ২২-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩-এর সংশোধন করা হয়েছে। নতুন করে আরো ১১টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এ সংশোধনীর মাধ্যমে।’
২০১৩ সালের ৩ জুন প্রজ্ঞাপনের মাধ্যমে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়।