তদন্তের পর ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অবৈধ কর সুবিধা নিয়েছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘তিনি (ইউনূস) অসংখ্য প্রতিষ্ঠান খুলেছেন। তাঁর সব প্রতিষ্ঠানের তথ্য সরকারের কাছে নেই। এসব প্রতিষ্ঠানের নামে তিনি কর সুবিধাসহ বিভিন্ন সুবিধা নিচ্ছেন। এমন অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করছি।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রচলিত নিয়ম মেনে ড. ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বেসিসের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে রপ্তানির সম্ভাব্যতা বিষয়ে মতবিনিময় করেন। তাঁরা অর্থমন্ত্রীর কাছে সফটওয়্যার রপ্তানির জন্য সহায়তা চান।
বেসিসের নেতারা জানান, আইসিটি খাতে নগদ সহায়তা পেলে দেশের রপ্তানি বাণিজ্য আরো ত্বরান্বিত হবে।
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ।