রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে মোংলায় মানববন্ধন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতাল উপেক্ষা করে বাগেরহাটের রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মোংলা-খুলনা মহাসড়কে গুনাই ব্রিজ থেকে রামপালের ভাগা পর্যন্ত দীর্ঘ প্রায় ছয় কিলোমিটার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার প্রায় ২০ হাজার লোক অংশ নেয়।
মানববন্ধনে অংশ নিয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক বলেন, উন্নয়নের জন্য বিদ্যুৎ প্রয়োজন। বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই তাপ বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করা হচ্ছে।
সংসদ সদস্য আরো বলেন, সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার, আর গভীর অভয়ারণ্য থেকে ৬৯ কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের চিমনি থাকবে ৯০০ ফুট ওপরে, যা সুন্দরবনের গড় উচ্চতার চেয়ে অনেক বেশি। এ কারণে সুন্দরবনের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি।
তালুকদার আবদুল খালেক বলেন, ক্ষতি নয় বরং এ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবনের স্থানীয় জনগোষ্ঠীর বনের ওপর নির্ভরশীলতা কমবে। এখানে নতুন শিল্প কল-কারখানা গড়ে উঠবে। বেকারদের কর্মসংস্থান হবে। বিদ্যুৎ ও কৃষিতে খরচ কমবে, উৎপাদন বাড়বে।
মানববন্ধনে মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ আবদুস সালাম, মোংলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।