সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : আইজিপি
রাজধানীর শাহাবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ রোববার দুপুরে শরীয়তপুরের পালং তুলাশার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান এ কথা বলেন।
এ সময় পুলিশের মহাপরিদর্শক বলেন, শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় যাচাই-বাছাই করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, রাষ্ট্রের সববিষয় জনসম্মুখে তুলে আনতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক ও পুলিশের সঙ্গে সবসময় সুসম্পর্ক থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১১টায় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান প্রমুখ।
পুলিশপ্রধান শহীদুল হক ১৯৭৩ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।