শিশু রাজন হত্যা মামলার আপিল শুনানি শুরু
সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি আজ সোমবার থেকে শুরু হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আলোচিত এই হত্যা মামলার আপিল শুনানি শুরু হয়।
শুনানির প্রথম দিনে ‘পেপারবুক’ পাঠ শুরু করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক।
২০১৫ সালে শিশু রাজনকে মিথ্যা চুরির অভিযোগে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
ওই হত্যার দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হলে দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় একই বছর ১১ নভেম্বর এই মামলার প্রধান আসামি কামরুলসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে সিলেটের যৌথ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।